1. shahajahanbabu@gmail.com : admin :
৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন তাসকিন, ভাগ বসালেন বিশ্বরেকর্ডে - Pundro TV
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২২ অপরাহ্ন



৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন তাসকিন, ভাগ বসালেন বিশ্বরেকর্ডে

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট শিকার করেন রাজশাহীর তাসকিন আহমেদ। তার এমন কীর্তিতেও দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৭৪ রানের মানসম্মত পুঁজি পেয়েছে ঢাকা ক্যাপিটালস।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ব্যাটিংয়ে দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফিরে যান দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম।

৫ বল শূন্য রানে লিটন ১০ বলে ৯ রান করে আউট হন তানজিদ। শুরুর ধাক্কা সামাল দিতে ক্রিজে আসেন স্টিফেন এসকিনাজি এবং শাহাদাত হোসেন দিপু। দায়িত্বশীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন দুজন। সুযোগ বুঝে আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ফায়দাও লুটেছেন এসকিনাজি এবং দিপু।
পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান তোলে ঢাকা। ২৯ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলীয় ৯৩ রানের মাথাতে সাজঘরে ফিরে যান এসকিনাজি।দিপু ফিফটি পেয়েছেন। ৪১ বলে ৫০ রান করে বিদায় নেন দিপু।

মাঝে অধিনায়ক থিসারা পেরেরা ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া শুভাম রাঞ্জানি ১৩ বলে ২৪ রান করেন। আলাউদ্দিন বাবু খেলেছেন ৯ বলে ১৩ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে ঢাকা।মাত্র ১৯ রান খরচায় ৭ উইকেট তুলে হইচই ফেলে দিয়েছেন তাসকিন আহমেদ।

এর মধ্যে শেষ ২ ওভারে নিয়েছেন ৫ উইকেট।তাতে বিপিএলের ইতিহাসে নতুন করে লেখা হলো এই পেসারের নাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে এটাই এখন সেরা স্পেল। পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিকে। নিজের দ্বিতীয় ফাইফারের দিনে তাসকিন বদলালেন ইতিহাস। সঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন।যদিও এই রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে। এর আগে মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে ৮ রানের খরচায় নিয়েছিলেন ৭ উইকেট। তবে সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। ফ্র্যাঞ্চাইজি লিগের হিসেবে তাসকিনের নামটাই এখন থেকে থাকবে সবার ওপরে।

১টি করে উইকেট নেন মোহর শেখ এবং হাসান মুরাদ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST