1. shahajahanbabu@gmail.com : admin :
বিশ্বকাপ ট্রফিতে পা তোলা নিয়ে অবশেষে মুখ খুললেন মার্শ - Pundro TV
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন



বিশ্বকাপ ট্রফিতে পা তোলা নিয়ে অবশেষে মুখ খুললেন মার্শ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

কয়েক দিন আগে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। স্বাগতিক ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এদিকে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পর সমালোচনার মুখে পড়েন অজি তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। ট্রফির ওপর পা তুলে রাখা মার্শের একটি ছবি নিয়ে শুরু হয় আলোচনা, তাকে সইতে হয় নিন্দার ঝড়।

এদিকে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও মার্শের এক হাত নিয়েছিলেন। তারা বলেন, এত সাধনার ট্রফি জয়ের পর সেটির ওপর পা তুলে অসম্মান করেছেন মিচেল মার্শ।

অবশেষে এই আলোচিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মার্শ। অস্ট্রেলিয়ান একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খুব বেশি চিন্তা ভাবনা করে এমনটি করেননি তিনি।

মার্শ বলেন, ‘স্পষ্টতই সেই ছবিতে কোনো অসম্মান বোঝানো হয়নি। আমি এটি করতে খুব বেশি চিন্তা করিনি, আমি সামাজিকমাধ্যমে অনেক কিছু দেখি না। যদিও সবাই আমাকে বলেছে যে, এটি ছড়িয়ে গেছে। তাতে তেমন (অসম্মান) কিছু নেই।’

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST