সাক্ষাৎকারে বলিউডের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সীমা। বলেছেন, ‘সৃজনশীল মানুষদের হত্যা করা হয়েছে, ব্যবসায়ীরা এখন শিল্পকে নিয়ন্ত্রণ করছে।’
সীমা পাহওয়া জানান, বহু বছর ধরে অভিনয়ে প্রশংসা পেলেও, তাকে কখনও প্রধান চরিত্রে দেখা যায়নি।
অভিনেত্রীর অভিযোগ, ‘ভালো কাজকে এখন পুরনো চিন্তাধারা বলে অবহেলা করা হচ্ছে। প্রযোজকরা মনে করেন, কেবল বাণিজ্যিক উপাদানই ছবিকে সফল করতে পারে, অভিনেতা বা গল্প নয়। এই প্রবণতা সৃজনশীলতার ক্ষতি করছে এবং শিল্পকে ব্যবসার পণ্যে পরিণত করছে।’
সীমা পাহওয়াকে সামনে রাজকুমার রাও অভিনীত ‘ভুল চুক মাফ’-এ দেখা যাবে। গল্পে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।