শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় শাপলা (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি নকলার চিথলিয়া এলাকার আলম মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন তার শিশু সন্তানসহ আরও দুজন। আহতরা হলেন, তার শিশুসন্তান তাওহিদ (৩) ও বৃদ্ধ সমেজ মিয়া (৬৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপভ্যানটি জব্দ করেছে পুলিশ।
নকলা থানার ওসি আব্দুল কাদের বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া পিকআপভ্যানটি জব্দ করা হয়োছে।