1. shahajahanbabu@gmail.com : admin :
উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টায় পাকিস্তান - Pundro TV
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন



উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে অনেকটা রক্ষণাত্মক খেলতে পাকিস্তান। উইকেট বাঁচিয়ে শেষ দিকে পিটিয়ে বড় স্কোর গড়ার পরিকল্পনায় সম্ভবতে খেলছেন বাবররা।

পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন দলীয় ৭৩ রানে। ১৩ তম ওভারে পান্ডিয়ার বলে আউট হন ইমাম। তার উইলো থেকে আসে ৩৬ রান।

এরপর মাঠে নামের রিজওয়ান। বড় বিপদ থেকে রক্ষা পান এই মিডলঅর্ডার। আম্পায়ার এলবিডব্লিউ দিয়ে দিয়েছিল তাকে। পরে রিভিউ নিয়ে রক্ষা পান।

এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তান ৮০ রানে ব্যাট করছিল। বাবর আজম ১৭ রানে খেলছেন। রিজওয়ান ব্যাট করছেন ৭ রানে।

দেখে শোনে খেলছিলেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক ও ইমাম-উল হক। ৭ ওভার পর্যন্ত সাবলীল ছিল তাদের খেলা। ওপেনিং জুটি থেকে বড় স্কোরের স্বপ্ন বুনছিল পাকিস্তানের ক্রিকেটভক্তরা।

কিন্তু সেটি আর হলো কই? ৮ম ওভারেই ওপেনিং জুটি ভেঙে দিলেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই সিমারের দ্রুত গতির বল শফিকের পায়ে লাগে। আবেদনের পরিপ্রেক্ষিতে আম্পায়ার আঙ্গুল তুলে জানিয়ে দেন শফিক এলবিডব্লিউ।

এর আগে আহমেদাবাদে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রোহিত শর্মা। দুই ব্যাটসম্যান ৪১ রানের জুটি গড়েন।

প্যাভিলিয়নের পথ ধরার আগে শফিক ২০ রান করেন ২৪ বল খরচা করে। ইমাম উল হক ব্যাটি করছেন ২২ রানে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের দলীয় স্কোর অর্ধশতক হতে ২ বাকি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন বাবর আজম।

পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরাহ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST