1. shahajahanbabu@gmail.com : admin :
কমিটির প্রধান সিরাজ বলেন, ‘সাকিব-তামিমের দ্বন্দ্ব সমাধানযোগ্য’।  - Pundro TV
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন



কমিটির প্রধান সিরাজ বলেন, ‘সাকিব-তামিমের দ্বন্দ্ব সমাধানযোগ্য’। 

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

অনেক স্বপ্ন নিয়েই গত ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যায় বাংলাদেশ। কিন্তু টানা হারে ১০ দলের মধ্যে ৮নম্বর হয়ে দেশে ফেরে টাইগাররা। বিশ্বকাপের আগে মাঠের চেয়ে মাঠের বাইরের নানা কাণ্ডে আলোচনায় ছিল বাংলাদেশ দল। বিশ্বকাপ শেষে ব্যর্থতার কারণ অনুসন্ধানে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আছেন বিসিবি’র দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান। তারা সবার সঙ্গে কথা বললেও বাকি ছিলেন সাকিব ও তামিম। গতকাল সিলেটে গিয়ে তাদের দুজনের সঙ্গেই কথা বলেছে তদন্ত কমিটি। পরে কমিটির প্রধান সিরাজ বলেন, ‘সাকিব-তামিমের দ্বন্দ্ব সমাধানযোগ্য’।

এবারের বিপিএলে সাকিব রংপুর রাইডার্স ও তামিম খেলছেন ফরচুন বরিশালের হয়ে। গতকাল এই দুই দলের কারোরই ম্যাচ ছিল না। এই সুযোগে সাকিব ও তামিমের সঙ্গে আলাপ সারে তদন্ত কমিটি।

আলাপ শেষে সাংবাদিকের মুখোমুখি হন কমিটির প্রধান সিরাজ। সেখানে তিনি জানান তাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, খুব দ্রুত তদন্ত রিপোর্ট বোর্ডকে জমা দেবেন। সিরাজ বলেন, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড, আমরা এখন শেষ পর্যায়ে আছি। শিগগিরই ক্রিকেট বোর্ডকে জমা দেবো। যেহেতু আমরা পেয়েছি ওদের দুজনকেই, সেজন্য সকালে এসে ওদের (সাকিব ও তামিম) সঙ্গে কথা বলে এখন চলে যাচ্ছি।’

সাকিব ও তামিমের সঙ্গে কী কথা হয়েছে সে ব্যাপারে মুখ খুলতে রাজি হননি সিরাজ। তিনি বলেন, ‘এগুলো তো মিডিয়াতে বলার মতো ব্যাখ্যা না। আমার মনে হয় না আমি বলতে পারবো। কারণ এটা খুবই কনফিডেনশিয়াল। যখন সময় আসবে তখন দেখতে পারবেন আপনারা, জনগণও দেখতে পাবে।’

এ সময় সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করলে বিসিবি’র এই ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান বলেন, ‘আপনি যেটা দ্বন্দ্ব বলছেন, আমি এটাকে ঠিক ওভাবে বিবেচনায় আনছি না। পরিস্থিতিতে অনেক কিছু হয়। সবকিছুই পৃথিবীতে সমাধানযোগ্য।’

তিনি বলেন, ‘পুরো পর্যালোচনা করতে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড থেকে। হয়তো বিশ্বকাপে আশানুরুপ পারফর্ম করতে পারিনি। এটা কী কারণে আমরা পারিনি এবং কী সমস্যা ছিল এগুলোই আমরা ফাইন্ডিংসে এনেছি। ভবিষ্যতে যেন এ সমস্যায় পড়তে না হয়।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST