1. shahajahanbabu@gmail.com : admin :
ইনজামামের কারনে বিরক্ত কোচ - Pundro TV
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪২ অপরাহ্ন



ইনজামামের কারনে বিরক্ত কোচ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

দল নির্বাচনে পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের ভূমিকায় বিরক্তি প্রকাশ করেছেন দেশটির বিদেশি কোচ মিকি আর্থার। খবর ক্রিকেট পাকিস্তানের।

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে একাদশ বাছাইয়ে ইনজামাম প্রধান ভূমিকা রেখেছেন। সম্প্রতি লাহোরে ফিরে এসে, তিনি দূর থেকে তার উপদেষ্টার ভূমিকা বজায় রাখবে বলে জানিয়েছেন।

সূত্র জানায়, বিশ্বকাপে ইনজামাম ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ তার ইচ্ছা মেনে নিয়েছেন। তবে তার উপস্থিতি নিয়ে বিদেশি কোচদের মধ্যে অস্বস্তি দেখা দেওয়াটাই স্বাভাবিক। সাধারণত কোনো সফরে নির্বাচক কমিটি একাদশ নির্বাচনে তেমন ভূমিকা পালন করেন না। এই ক্ষেত্রে ইনজামাম ভিন্ন। তিনি বরাবর দল নির্বাচনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন। বিশ্বকাপ থেকে ফিরে আসার পরও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

বিপরীতে বোর্ডের মধ্যে পরিবর্তনের পর বিদেশি কোচরা অনিশ্চয়তা বোধ করছেন এবং বিশ্বকাপের পর তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। বর্তমান ব্যবস্থাপনা চলমান মেগা ইভেন্টের গুরুত্বের ভিত্তিতে স্থিতিশীলতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST