1. shahajahanbabu@gmail.com : admin :
কার গলায় মালা পরাচ্ছেন জনপ্রিয় নায়িকা আঁচল ? - Pundro TV
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন



কার গলায় মালা পরাচ্ছেন জনপ্রিয় নায়িকা আঁচল ?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ আগস্ট, ২০২১

ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা আঁচল। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে তার বিয়ের গুঞ্জন । পাত্র ইন্ডাস্ট্রির উঠতি গায়ক সৈয়দ অমি।
অমির সঙ্গে আঁচলের প্রেমের বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই চলছে কানাঘুসা। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় তাদের দুজনকে । অমির গানে মডেলও হয়েছেন এই অভিনেত্রী।

এবার অমির সঙ্গে প্রেম ও বিয়ের খবর নিশ্চিত করলেন নায়িকা নিজেই।
জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আয়োজন করে বিয়ে করবেন তারা।
বিযের বিষয়টি গোপন না করে । জানাতে চান সবাইকে।

২০২০ সালে একটি মিউজিক্যাল ফিল্মের সুবাদে অমির সঙ্গে পরিচয় হয় আচলের। এরপর থেকেই ভালো সম্পর্ক তাদের। বিষয়টি জানে দুই পরিবারই । একটা সময় পর বিষয়টি জানিয়েছে দুই পরিবারের সদস্যদের । তারাও এতে সম্মতি দিয়েছেন। সব ঠিক থাকলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করার ইচ্ছা আছে অমি আচলের।

২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। তার প্রথম অভিনীত প্রথম সিনেমা ভুল। তবে তার অভিনীত প্রশংসিত ছবি জটিল প্রেম।
চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে জুটি হয়েছেন আঁচল। যদিও শেষ ক’বছরে আর সেভাবে পাওয়া যায়নি তাকে।
অমি গানের জগতের মানুষ। আঁচলের সঙ্গে ও জান রে গানে কাজ করেছেন সম্প্রতি। তার সঙ্গেই প্রকাশের অপেক্ষায় আছে তুই ছাড়া কে আছে বল শিরোনামের আরেকটি গান।
এছাড়া অবমুক্ত হয়েছে, রঙিলা ভাবের কন্যা, তুই, ওরে প্রিয়া, মন কান্দেসহ বেশ কিছু কাজ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST