1. shahajahanbabu@gmail.com : admin :
রণবীর-আলিয়া বিয়েতে অতিথি কজনা? - Pundro TV
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন



রণবীর-আলিয়া বিয়েতে অতিথি কজনা?

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

এই দুই তারকার বিয়েতে কারা থাকছেন, তা জানতে উদগ্রীব হয়ে আছেন ভক্তকুল।

এনডিটিভি জানিয়েছে, মাত্র ২৮ জন অতিথি থাকবেন তাদের বিয়ের অনুষ্ঠানে, যার মধ্যে রয়েছেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।

এ জুটির বিয়ের তারিখ নিয়ে এখনও রয়েছে বিভ্রান্তি। কিছু ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এপ্রিলের ১৪ তারিখ গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন আলিয়া-রনবীর। আবার কিছু সংবাদমাধ্যম বলছে, বিয়ের তারিখটা ১৫ এপ্রিল।

কিন্তু আলিয়ার সৎভাই রাহুল ভাটের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বিয়ের তারিখটি পরিবর্তন করা হয়েছে। শিগগিরই তারিখটি ঘোষণা করা হবে।

এদিকে, আলোয় আলোয় সজ্জিত হয়ে উঠেছে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য নির্ধারিত ৩ ভেন্যু; রনবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’ থেকে শুরু করে চেম্বুরের ‘আরকে স্টুডিও’ ও ‘কৃষ্ণা রাজ বাংলো’।

জানা গেছে, রনবীর ও আলিয়া বিয়ের পর একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবেন। তবে তা কোথায় হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঋষি কাপুরপুত্র রণবীর এবং মহেশ ভাটকন্যা আলিয়া ২০১৮ সালে তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন। এ জুটির একত্রে করা একমাত্র সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ এ বছরের ৯ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST