1. shahajahanbabu@gmail.com : admin :
মা হচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স - Pundro TV
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন



মা হচ্ছেন ব্রিটনি স্পিয়ার্স

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

সিএনএন জানিয়েছে, সোমবার নিজের ইনস্টাগ্রাম পেইজে ভক্তদের ওই সুখবর জানান ব্রিটনি। সেখানে তিনি লিখেছেন, সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই দ্বীপে অবকাশ যাপনের সময় তিনি নিশ্চিত হয়েছেন, মা হতে চলেছেন তিনি।

তবে পাপারাজ্জিদের কাছ থেকে দূরে থাকতে খুব একটা বাইরেও বের হচ্ছেন না ৩৯ বছর বয়সী এই সংগীত শিল্পী।

২০২১ সালে সেপ্টেম্বরে আসগারির সঙ্গে আংটি বিনিময় হয় স্পিয়ার্সের। তখনই দুজন জানিয়েছিলেন, সন্তান নিতে চান তারা।

গতবছর নিজের অভিভাবকত্বের বিষয়ে মামলার শুনানির সময় ব্রিটনি স্পিয়ার্স আদালতে নালিশ করেন, তার বাবার নিয়ন্ত্রণের কারণে সন্তান নিতেও বাধা পাচ্ছেন।

২৭ বছর বয়সী আসগারি পেশায় একজন অভিনেতা ও ফিটনেস ট্রেইনার। তার জন্ম তেহরানে, যুক্তরাষ্ট্রে থিতু হন ১২ বছর বয়সে।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে ব্রিটনির সঙ্গে পরিচয়। পরে সেই সম্পর্ক প্রণয়ের রূপ পায়।

এর আগে ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জেমস আলেকজান্ডারকে বিয়ে করেছিলেন ব্রিটনি; পরে তারা আলাদা হয়ে যান। পরে নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনের সঙ্গে সংসার শুরু করেন। ২০০৭ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। সেই সংসারে দুই সন্তান রয়েছে ব্রিটনির।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST