1. shahajahanbabu@gmail.com : admin :
শেহবাজ শরিফের প্রস্তাবে রাজি ইমরান খান - Pundro TV
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন



শেহবাজ শরিফের প্রস্তাবে রাজি ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রস্তাব দেন। সূত্রের বরাতে জিও নিউজ বলছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলি খানকে আলোচনার জন্য অনুমতি দিয়েছেন ইমরান। গত সোমবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন গোহর আলি।

ইমরান খান জানিয়েছেন, এসব আলোচনায় টেলিভিশন, ক্যামেরার কোনও উপস্থিতি থাকবে না এবং আলোচনা ফলপ্রসূ হতে হবে।

পিটিআই-এর অভ্যন্তরীণ সূত্রগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, দল এখন আনুষ্ঠানিকভাবে সংলাপ এগিয়ে নিতে সরকারের সঙ্গে যোগাযোগ করবে।

পিটিআই জানিয়েছে, অতীতে আলোচনার প্রচেষ্টা মিডিয়ার নজরদারিতে ব্যর্থ হয়েছিল। তাই এবার আরও বিচক্ষণ এবং মনোযোগী পদ্ধতির পক্ষে তারা পরামর্শ দিচ্ছে।

দ্য নিউজকে গোহর বলেছেন, তিনি শেহবাজ খানের প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দেন। তবে ইমরান খানে তাকে কী নির্দেশনা দিয়েছেন- সেই সম্পর্কে বিস্তারিত তিনি কিছু জানাননি।

পিটিআই’র চেয়ারম্যান বলেছেন, আমাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা আমি প্রকাশ করতে পারছি না।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় পরিষদে শেহবাজ শরিফ এক বক্তৃতায় পিটিআই’কে জাতীয় আলোচনার জন্য আমন্ত্রণ জানান। এরপরেই ইমরানের পক্ষ থেকে এমন ইতিবাচক সাড়া আসলো।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST