গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাসান জীবন (২৫) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল ) রাত ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া আলম মার্কেট এলাকার এ ঘটনা ঘটে।
নিহত কামরুল হাসান জীবন দত্তপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। আটককৃতরা হলেন- সামসুদ্দিন, পলাশ ও রনি। সামসুদ্দিন ও পলাশ দুই ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামসুদ্দিন, পলাশ ও রনিসহ বেশ কয়েকজন রাতের আঁধারে জীবনকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে দত্তপাড়া আলম মার্কেট এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তার চিৎকারে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা দেলোয়ার মিয়া দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই তিন জনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।