1. shahajahanbabu@gmail.com : admin :
বিডিআর হত্যা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার - Pundro TV
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন



বিডিআর হত্যা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার

নিউজ ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

২০০৯ সালের পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিচারাধীন মামলা থাকার কারণে এই মুহূর্তে কমিশন গঠন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এই সিদ্ধান্তের কথা জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

পিলখানা বিদ্রোহের ঘটনায় দায়ের করা দুটি মামলা এখনও বিচারাধীন। একটি হত্যা মামলা এবং অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় করা মামলা। এ দুটি মামলায় দীর্ঘ তদন্ত শেষে সিআইডি ৮৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ঘটনার পুনঃতদন্ত এবং একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জোরালো হয়। তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিশন গঠনের প্রস্তাব করলেও বর্তমানে সরকারের পুনর্বিবেচনায় সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে সেনা কর্মকর্তারা হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST