1. shahajahanbabu@gmail.com : admin :
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ - Pundro TV
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন



মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

গত কয়েকদিন ধরে টানা সড়ক অবরোধ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীরা মূল সড়কে অটোরিকশা চলাচল করতে দেওয়ার দাবি করেছেন। এতে বিক্ষোভে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান গণমাধ্যমকে বলেন, হঠাৎ সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST