1. shahajahanbabu@gmail.com : admin :
পেট্রোবাংলা অবরুদ্ধ: ভেতরে কর্মকর্তা-কর্মচারী আটকা - Pundro TV
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন



পেট্রোবাংলা অবরুদ্ধ: ভেতরে কর্মকর্তা-কর্মচারী আটকা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা।

তারা রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রোবাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন করছেন। এতে করে পেট্রোবাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মচারী।

রোববার বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST