1. shahajahanbabu@gmail.com : admin :
দীপিকা-রণবীরকে ‘আলাদা’ করার কারণ কী - Pundro TV
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন



দীপিকা-রণবীরকে ‘আলাদা’ করার কারণ কী

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

দুজনই হিন্দি সিনেমার বড় তারকা। সেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং যখন এক ছবিতে, ভক্তদের তখন আলাদা প্রত্যাশা তৈরি হয়। কিন্তু দীপিকা ও রণবীরকে নিয়ে তৈরি সিনেমা ‘সিংহাম এগেইন’ দেখে অন্য এক কারণে অনেক দর্শকের মন ভরেনি। ছবিতে দীপিকা-রণবীর আছেন ঠিকই, কিন্তু তাঁদের একসঙ্গে কোনো দৃশ্য নেই। কিন্তু কেন? এক সাক্ষাৎকারে সে ব্যাখ্যা দিয়েছেন ছবির নির্মাতা রোহিত শেঠি।

১ নভেম্বর দিওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছে রোহিত শেঠির সিনেমা ‘সিংহাম এগেইন’। দীপিকা ও রণবীর ছাড়া ছবিতে আছেন অজয় দেবগন, কারিনা কাপুর খান, অর্জুন কাপুর। মুক্তির পর থেকে এখন পর্যন্ত ২০৬ কোটি রুপি আয় করেছে ছবিটি।

সিনেমাটি নিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-তে সাক্ষাৎকার দিয়েছেন রোহিত শেঠি। সেখানেই তিনি জানিয়েছেন ছবিতে দীপিকা-রণবীরের একসঙ্গে দৃশ্য না থাকার কারণ। রোহিত বলেন, রণবীর অভিনীত চরিত্রটির সঙ্গে দীপিকার চরিত্রের কোনো যোগাযোগ নেই।

হুট করে তাঁদের মধ্যে দেখা হলে ভুল–বোঝাবুঝি তৈরি হতো। তবে রোহিত জানান, তিনি দীপিকা ও রণবীরকে একটি দৃশ্যে রাখতে চেয়েছিলেন, তবে দুই তারকাই এতে আপত্তি জানান।

রোহিত মনে করেন, এখানে গল্পের প্রয়োজনেই রণবীর ও দীপিকাকে ‘আলাদা’ রাখা হয়েছে।

বক্স অফিসে মোটামুটি সাফল্য পেলেও সমালোচকদের মন ভরাতে পারেনি ছবিটি। তবে দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছে। চলতি বছর অন্তঃসত্ত্বা অবস্থায় এ সিনেমার শুটিং করেন দীপিকা। ছবিটি মুক্তির আগে গত সেপ্টেম্বর মা হন অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST