1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় বস্তির শিশুদের মাঝে পথের দিশার ঈদসামগ্রী বিতরন - Pundro TV
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন



বগুড়ায় বস্তির শিশুদের মাঝে পথের দিশার ঈদসামগ্রী বিতরন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫

পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে রবিবার দুপুরে বগুড়া রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরন করা হয়েছে।

পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার ঐতিহ্যবাহী খাজা বেকারীর স্বত্তাধিকারী মোঃ বায়েজিদ আহম্মেদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়। সামগ্রীর মধ্যে ছিল এক কেজি পোলাওয়ের চাল, ৪০০ গ্রাম লাচ্ছা, ৫০০ গ্রাম চিনি (প্যাকেট), ৫০০ গ্রাম লবন (প্যাকেট), এক প্যাকেট গুড়ো দুধ, এক প্যাকেট নুডলস এবং হাফ লিটার সয়াবিন তেল।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতি বছর ঈদুল ফিতরে নতুন পোষাক, ঈদসামগ্রী বিতরনের পাশাপাশি সারাবছর সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST