1. shahajahanbabu@gmail.com : admin :
জামিন পেয়ে পরীমণি বললেন, ‘মিথ্যা মামলা’ - Pundro TV
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন



জামিন পেয়ে পরীমণি বললেন, ‘মিথ্যা মামলা’

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। জামিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি এ কথা বলেন। এদিন সকাল ১০টার দিকে পরীমণি আদালতে আসেন। তাকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়। ভিড় ঠেলে তিনি সাত তলার আদালত কক্ষে প্রবেশ করতেই হৈ-হুল্লোড় পরিস্থিতি তৈরি হয়। আদালত পুলিশদের সহযোগিতায় ১০টা ১০ মিনিটে আদালতে ওঠেন পরীমণি। এরপর ১০টা ১৭ মিনিটের দিকে আদালতের বিচারকাজ শুরু হয়। এর আগে এজলাসের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন নায়িকা। বিচারক প্রবেশ করলে তাকে আসামিদের ডকে নেওয়া হয়। এরপর পরীমণির পক্ষে নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিন চেয়ে শুনানি করেন।

তিনি বলেন, ‘গতকাল মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরীমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জগঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থনা করছি।’

এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ বলেন, ‘আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটি জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? এখানে অনেক সাংবাদিক আছেন। সাধারণ একটা বিষয়কে আপনারা যেভাবে উপস্থাপন করেছেন, সংবাদ পরিবেশনে আমি আপনাদের সহযোগিতা চাই।’

পরীমণির আইনজীবীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি কোর্ট অফিসার। এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন।’

পরে সকাল ১০টা ২৫ মিনিটে এক হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিনের আদেশ দেন আদালত। জামিন পেয়ে আদালতের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, ‘এটা মিথ্যা মামলা। ন্যায়বিচার প্রত্যাশা করছি।’ এরপর তার শো রুম উদ্বোধণ ‍নিয়ে ঝামেলার বিষয়টি ক্লিয়ার করার জন্য এক সাংবাদিক প্রশ্ন করলে পরীে বলেন, ‘আমি স্ট্যাটাসে যা বলেছি, সেটাই। এখন আর ব্যাখ্যা করতে পারবো না।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছিল জামিন পাবো। আপনারা সাহস যুগিয়েছেন। আমি জামিন পেয়েছি। আপনাদের এত ভালবাসা নিয়ে বাড়ি ফিরছি।’

পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের পরীমণি বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি একটা মামলা করেছিলাম। এর আড়াই বছর পরে তিনি (নাসির) একটা মামলা করেন, যে মামলায় গতকাল আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।’

এই তারকা আরও বলেন, ‘এটা খুবই পরিষ্কার আমি মামলা করার ঠিক আড়াই বছর পরই একটা মামলা করা হলো আমাকে দমানোর জন্য। এই মামলাটি বিচারাধীন। আমার বিশ্বাস সঠিক বিচার পাবো। আপনারা সবাই জানেন, আমি চার বছর দ্বারে দ্বারে ঘুরে আদালতে এসেছি। এখান থেকে আশাহত হতে চাই না। আমি চাই শেষ পর্যন্ত সত্যের জয় হোক।’ এরপর পুলিশের সহযোগিতায় আদালত প্রাঙ্গণ ছাড়েন পরীমণি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST