1. shahajahanbabu@gmail.com : admin :
ধর্মের পথ বেছে নিয়ে অভিনয়কে বিদায় জানালেন তামিম মৃধা - Pundro TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন



ধর্মের পথ বেছে নিয়ে অভিনয়কে বিদায় জানালেন তামিম মৃধা

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তামিম মৃধা। অভিনেতার পাশাপাশি তিনি ইউটিউবার এবং গায়ক হিসেবেও পরিচিতি। সম্প্রতি তাকে ইসলামিক একটি পডকাস্ট শোয়ে সঞ্চালক হিসেবে দেখা গেছে। সেখানে তামিমকে দেখে মনে হয়েছে আগের জীবনযাপন থেকে তিনি সরে এসেছেন।

বিষয়টি ঘিরে ভক্তদের মাঝেও ছিল কৌতূহল। এবার মিলল উত্তর। জানা গেল, অভিনয় ছেড়ে ধর্মকর্মে মন দিয়েছেন তামিম মৃধা।তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।’আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।’

তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন।

এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তার অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন। এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়। ২০১৫ সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে।
এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল ‘মাংকি বিজনেস’। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন। অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেন তামিম মৃধা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST