1. shahajahanbabu@gmail.com : admin :
জমে উঠেছে বগুড়ায় ইউপি নির্বাচনের ভোটের মাঠ - Pundro TV
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন



জমে উঠেছে বগুড়ায় ইউপি নির্বাচনের ভোটের মাঠ

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৯৪ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। গত শুক্রবার প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন বিভিন্ন পদের প্রার্থীরা।

সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়ায়, তফসিলে অনুযায়ী অনুষ্ঠিতব্য ৮টি ইউনিয়নের মোট ভোটার এক লাখ ২৮ হাজার ১৪৫ জন। এরমধ্যে পুরুষ ৬৪ হাজার ৬২১ জন ও মহিলা ভোটার ৬৩ হাজার ৫২৪ জন। ৭৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

তফসিল ঘোষণার আগে থেকেই সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় নিজেদের পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন উঠান বৈঠক থেকে শুরু করে সভা সমাবেশ, কর্মী সমাবেশে অংশ নেন। তারা নিজেদের পক্ষে দোয়া ও সমর্থন আদায়ে ঘরে ঘরেও যাওয়া শুরু করেন। পরবর্তিতে মনোনয়নপত্র উত্তোলন,জমাদানের সময়ও সম্ভাব্য প্রার্থীদের শোডাউন দেখা যায়।

সর্বশেষ গত শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হলে কোন কোন প্রার্থী ওইদিন বিকেল থেকেই প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রার্থীদের প্রতীক সম্বলিত লিফলেট দেখা যাচ্ছে। এদিকে এ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ কয়েকজন অংশ নিয়েছেন।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে,৮টি ইউনিয়নের মধ্যে
নিশিন্দারা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দুইজন প্রার্থী। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রাথী মোঃ রিজু হোসেন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মো: সহিদুল ইসলাম সরকার পেয়েছেন মোটর সাইকেল প্রতীক। গোকুল ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৮ জন প্রার্থী।

এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সওকাদুল ইসলাম সরকার (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ এমদাদুল হক (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোলায়মান আলী (ঘোড়া), কাওছার আলী খোকন (মোটর সাইকেল), খাইরুল ইসলাম (রজনীগন্ধা), জাহাঙ্গীর হোসেন (অটোরিক্সা), জিয়াউর রহমান (আনারস) ও মিজানুর রহমান (চশমা)। সাবগ্রাম ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ জন। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইসরাইল হক সরকার (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুস ছাত্তার (হাত মাখা), স্বতন্ত্র প্রার্থী আবু সালেহ নয়ন (ঘোড়া), আল-আমীন খোরশেদ (আনারস) ও ফরিদ উদ্দিন (মোটর সাইকেল)। নুনগোলা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আলীম উদ্দিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম (আনারস) এবং শাহ মো: আব্দুর রশিদ (অটোরিক্সা)। নামুজা ইউনিয়নের ভোটের মাঠে রয়েছেন ৪ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা),জাকের পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান হোসেন রাসেল (গোলাপফুল), স্বতন্ত্র প্রার্থী এস এম রাসেল মামুন (মোটর সাইকেল) ও সরদার মোহসীন আলী (আনারস)।

শাখারিয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এনামুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী একলাস হোসেন (মোটর সাইকেল) ও নাজমুল হাসান (আনারস)। শেখেরকোলা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামরুল হাসান ডালিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম মৃধা (মোটর সাইকেল) ও রাফি বিন আহাদ আমান (আনারস)।

লাহিড়ীপাড়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আজাহারুল হান্নান (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বোরহান উদ্দিন (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী আলীউল রেজা (ঘোড়া), ইকবাল হোসেন (চশমা), জুলফিকার আবু নাসের (মোটরসাইকেল), মাফতুন আহমেদ (অটোরিক্সা) ও সাইদুর রহমান ছালেক (আনারস) প্রতীক পেয়েছেন।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST