বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা নস্যাৎ করতে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিকিয়ে দিতে একের পর এক চেষ্টা করছে। কিন্তু এই বিপ্লব ব্যর্থ হতে দেয়া যাবে না। এজন্য সবাইকে সতর্ক ও ওইক্যবদ্ধ তাকতে হবে।
তিনি বলেন, শহীদ জিয়া সিপাহী জনতার বিপ্লবের পর বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন বলেই আমরা দেশে বহুদল ও মত রয়েছে। কিন্তু তার উন্নয়ন দেখে ভীত হয়ে দেশী বিদেশী চক্রান্ত্র করে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে।
আজও একইভাবে চক্রান্ত চলছে। সবাই ওইক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র সফল হবে না। তিনি বৃহস্পতিবার ওইতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি ওয়াসিকুর রহমান বেচানের সভাপতিত্বে ও জেইউবি সাধারন সম্পাদক এসএম আবু সাঈদের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ¦ মোশারফ হোসেন, জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল , বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, জেইউবির সভাপতি গণেশ দাস, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, মীর্জা সেলিম রেজা, আবুল কালাম আজাদ, রাহাত রিটু, মোস্তফা মোঘল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মীর সাজ্জাদ আলী সন্তোষ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, আব্দুস সাত্তার, আব্দুল ওয়াদুদ, ফেরদৌসুর রহমান, শামীম আহমেদ, মাহফুজ মন্ডল, সাইফুল ইসলাম, টিএম মামুন প্রমুখ।