1. shahajahanbabu@gmail.com : admin :
রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত - Pundro TV
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন



রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

রাজধানীর আগারগাঁওয়ে বাসচাপায় মোরসালিন আলী মীর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী ইমন মিয়া জানান, ওই যুবক মোটরসাইকেল করে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে শ্যামলীর দিকে যাওয়ার সময় একটি রিকশার সঙ্গে থাক্কা লেগে ছিটকে পড়ে। পরে আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST