বগুড়া শাজাহানপুর উপজেলায় বাস ও ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং আহত হয়েছে সাতজন। নিহতরা হলেন, কাভার্ড ভ্যান চালক ঢাকার পল্লবী থানার টিটু খানের ছেলে মোঃ হৃদয় (২২), নীলফামারীর ডোমার উপজেলার নতুনপাড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী জেসমিন (৩৫)। বগুড়া সদরের সুত্রাপুর এলাকার মাহবুব হোসেনের ছেলে শামীম হাসান (৪৫) ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিধইল গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল হানান।
ছিলিমপুর ফাঁড়ির এস আই আনিস জানান রাত ২টায় শাজাহানপুর উপজেলার বনানী লিচুতলা ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী বাস ও ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং আহত হয় নয়জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং নিহতদের মরদেহ মর্গে পাঠায়। এসময় নিহতদের পরিচয় জান যায়নি। পরে মহাসড়ক থেকে গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।