1. shahajahanbabu@gmail.com : admin :
উলিপুরে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু - Pundro TV
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০৮ অপরাহ্ন



উলিপুরে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১ জুলাই, ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে ছেলের জীবন বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়ের অর্জুন গ্রামে এই ঘটনা ঘটে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, ওই এলাকার মৃত দেলদার হোসেনের ছেলে আবু তাহের (৫০) ও তার ছেলে রাসেল মিয়া (১৬)। আবু তাহের পেশায় একজন দিনমজুর এবং তার ছেলে রাসেল মিয়া একাদশ শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় রাসেল ঘরের বাল্ব নষ্ট হওয়ায় বৈদ্যুতিক লাইনের মেরামত কাজ করছিলেন। ওই সময় বাবা আবু তাহের বাজার থেকে বাড়িতে আসেন। রাসেল বৈদ্যুতিক লাইন মেরামতের সময় অসাবধানতাবশত মেইন সুইচ বন্ধ না করায় বিদ্যুতায়িত হন। ওইসময় বাবা ছেলেকে বাঁচাতে গিয়ে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎতায়িত হন। এতে দুজনেই ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশিরা গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন পুলিশে খবর দেন।

ওসি গোলাম মর্তুজা জানান, এ ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়ের করে পরিবারের কাছে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST