1. shahajahanbabu@gmail.com : admin :
ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া যাবে না : হাইকোর্ট - Pundro TV
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন



ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া যাবে না : হাইকোর্ট

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১ জুলাই, ২০২৪

হাইওয়ে, ব্রীজ, ফেরি ও রোডে চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের গাড়ি থেকে টোল না নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে পদ্মা সেতুতে চলাচলে টোলের বিষয়ে আন্তর্জাতিক চুক্তির বিষয় মেনে চলতে হবে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নেওয়া কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১ জুলাই) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। এর আগে গত ৭ মে জনস্বার্থে রিটটি দায়ের করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST