দেশের বেকারত্ব র্দূরীকরনে বগুড়ায় ৪০ নারীকে দর্জি প্রশিক্ষন দেয়া হয়েছে। প্রশিক্ষন প্রাপ্ত ওই সকল নারীদেরকে বিনা মূল্যে সেলাই মেশিন দেয়া হয়। সোমবার সকাল ১০ টায় এরুলিয়া আইডিয়াল একাডেমির ব্যবস্থাপনায় ওই স্কুল ভবনে এই সকল সামগ্রী বিতারন করা হয়। সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সার্পোট বাংলাদেশের পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতারন করা হয়।
বেকার নারীরা প্রশিক্ষণ গ্রহনে এবং সেলাই মেশিন পেয়ে তারা খুশি। তারা মনে করেন এই প্রশিক্ষনের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বগুড়ার ইসলামী হাসপাতালের চেয়ারম্যান সেলিম রেজার সভাপত্বি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা সমবায় অফিসার আতিকুর রহমান। বিশেষ অতিথির বব্যে বগুড়া সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ,। অনুষ্ঠানে অন্যন্যন্যের বক্তব্য রাখেন এরুলিয়া আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক কাজী শহিদুল ইসলাম,মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা মুর্শিদ সাদী।
https://www.facebook.com/pundrotvbd/videos/386305743031591