1. shahajahanbabu@gmail.com : admin :
বাবার দ্বিতীয় বিয়ের আসর মাতালেন আবরাজপুত্র - Pundro TV
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন



বাবার দ্বিতীয় বিয়ের আসর মাতালেন আবরাজপুত্র

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবন ছিল মালাইকা অরোরা-আরবাজ খানের। ২০১৬ সালে ভেঙে যায় সেই বিয়ে। বিবাহবিচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গেই মালাইকা সিদ্ধান্ত নেন, খান পদবি সরিয়ে দেওয়ার। আরবাজ ৬ বছর পর রোববার দ্বিতীয় বিয়ে করলেন হেয়ারস্টাইলিস্ট সুরা খানকে। মালাইকা-আরবাজের ১৯ বছরের দাম্পত্য জীবনে রয়েছে পুত্রসন্তান আরহান খান। বাবার দ্বিতীয় বিয়ে। তাতে কী? মজা, খুনসুঁটিতে মেতে ওঠার কোনো সুযোগই ছাড়লেন না আরহান। বাবার দ্বিতীয় বিয়ের আসর মাতানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি।

আরেকটি ভিডিওতে দেখা গেল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘হে কবীরা’ গানে সৎমা এবং বাবার সঙ্গে নাচতে দেখা গেল আরহান খানকে। পরনে কালো স্যুট। আরবাজ-আরহান এবং সুরা মিলে জমিয়ে নাচলেন। স্বামীর প্রথম পক্ষের ছেলেকে নিয়ে বেজায় খুশি সৎমা সুরা খানও। এককথায় বাবার বিয়েতে মূল আকর্ষণ হয়ে উঠেছিলেন আরহান খান। ছেলের এমন কীর্তি ভাইরাল হতেও সময় নেয়নি নেটপাড়ায়!

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST