সাবিকুন্নাহার ১৯৯৫ সালে কিশোরগঞ্জের হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা নাসির উদ্দীন ছিলেন সরকারি চাকরিজীবী, মা জাহানারা বেগম একজন গৃহিনী। সাবিকুন্নাহর ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর ব্যাবসায়ী আলী আহসানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। বর্তমানে ছয় বছরের একটা মেয়ে সন্তান নিয়েই তার সংসার।
সাবিকুন্নাহারের বাহিরে গিয়ে চাকরি করতে কখনওই ভালো লাগেনি। তিনি স্বাধীন ভাবে কিছু করতে চেয়েছেন। এতে তিনি ফ্যামিলিকে সময় দিতে পারবে তেমনি তার বাচ্চার সাথেও ভালো সময় কাটাতে পারবে।
তিনি বলেন, ‘আমার বাচ্চা রেখে চাকরি করাটা আমার মন সায় দেয় না। এতে সন্তানের ভবিষ্যতে নষ্ট হয়। যার জন্য ঘরে বসে সবচেয়ে ভালো কাজ হিসেবে উদ্যোক্তা জীবন বেছে নেই। বর্তমানে আমি কাজ করছি দেশীয় সব ধরনের শাড়ি আর থ্রি পিস নিয়ে’।
তিনি আরও বলেন, ‘এই পণ্য নিয়ে কাজ করার কারন হলো এটা নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভালোলাগা ভালোবাসা থেকেই এগুলো নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে পেরেছি অনেকটা। আমি চাই আমার পণ্য বিক্রির ফেসবুক পেইজ meher collection BD একসময় একটা ব্রান্ডে পরিণত হবে।