1. shahajahanbabu@gmail.com : admin :
বাঁধাকপির পায়েস খেয়েছেন? কিংবা বিটরুটের লাড্ডু? - Pundro TV
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:১৭ অপরাহ্ন



বাঁধাকপির পায়েস খেয়েছেন? কিংবা বিটরুটের লাড্ডু?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

বিটরুট লাড্ডু

উপকরণ: বিটরুটকুচি ৫০০ গ্রাম, চিনি আধা কাপ, তরল দুধ ১ কাপ, ক্রিম ১ টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ, চিনাবাদামগুঁড়া আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, এলাচি ও দারুচিনি ২টি করে, পরিবেশনের জন্য শুকনা নারকেল কোরানো বা ভাজা সেমাই আধা কাপ।

প্রণালি: প্রথমে ঘি গরম করে তাতে বিটরুটকুচি দিয়ে নেড়ে ভেজে নিন। এতে এলাচি, দারুচিনি দিয়ে দিন। তারপর তরল দুধ দিয়ে নাড়তে থাকুন। সেদ্ধ হয়ে দুধ শুকিয়ে ক্রিম হলে চিনি দিয়ে নেড়ে দিন। বাদামগুঁড়া, গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। সব মাখা মাখা হয়ে তেল বের হয়ে এলে নামিয়ে হাত দিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে ভাজা সেমাই বা শুকনা নারকেল কোরানোর মধ্যে গড়িয়ে পরিবেশন করুন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST