1. shahajahanbabu@gmail.com : admin :
ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির আয় ছাড়িয়েছে‘ফাইটার’ - Pundro TV
বুধবার, ০৮ মে ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন



ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির আয় ছাড়িয়েছে‘ফাইটার’

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪

নতুন বছরে যে কয়টি চলচ্চিত্র দর্শকদের কাছে প্রত্যাশিত তাদের মধ্যে ‘ফাইটার’ অন্যতম। হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি মুক্তির চার দিনে ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির আয় ছাড়িয়েছে।

স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনে ভারতে ২২.৫ কোটি রুপি আয় করেছে ফাইটার। দ্বিতীয় দিন আয় বাড়ে বেশ অনেকটাই।

৩৯.৫ কোটি আয় করে সিনেমাটি। শনিবার তৃতীয় দিনে আয় ফের কমে আসে। ২৭.৫ কোটি রুপি ঘরে তোলে এটি। রবিবার আয় করেছে ২৮.৫০ কোটি।

সবমিলিয়ে চারদিনেই সিনেমাটি ১০০ কোটির ঘরে প্রবেশ করে। রবিবার দেশের ৩১.৫৬ শতাংশ সিনেমার বাজারে দখল রেখেছিল ফাইটার।

ভারতীয় বক্স অফিসে ৪ দিনে ফাইটারের আয় এখন ১১৮ কোটি রুপি। বিশ্বব্যাপী ১৮০ কোটির মতো আয় করেছে সিনেমাটি।

ফাইটার’-এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি হৃতিকের তৃতীয় সিনেমা। বরাবরই সিদ্ধার্থ আর হৃতিকের জুটি হিট দিয়ে এসেছে বলিউডে। তাদের প্রথম সিনেমা ‘ব্যাং ব্যাং’ যা ১৬০ কোটি বাজেটে তৈরি হয়েছিল এবং বিশ্বব্যাপী ৩৪০ কোটি আয় করেছিল। দ্বিতীয় সিনেমা ছিল ‘ওয়ার।

এটির বাজেট ছিল ১৫০ কোটি, সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৪৭১ কোটি রুপি। এবার ফাইটারও হিট হওয়ার পথেই হাঁটছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ফাইটারে হৃতিক ও দীপিকার সঙ্গে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, প্রমুখ। বক্স অফিসের পাশাপাশি দর্শক ও সমালোচক মহলেও প্রশংসা পাচ্ছে সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST