1. shahajahanbabu@gmail.com : admin :
কাশবন সাহিত্য পুরস্কার পেলেন ২১ জন - Pundro TV
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন



কাশবন সাহিত্য পুরস্কার পেলেন ২১ জন

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪

গোপালগঞ্জে সৃজনশীল সাহিত্য চর্চা ও বিকাশমান সংস্কৃতি সাধনায় অবদানের স্বীকৃতি হিসেবে ২১ বিশিষ্ট ব্যক্তিকে কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার ২০২৩ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি কবি ও সাবেক সচিব আসাদ মান্নানের হাত থেকে পুরস্কার গ্রহন করেন তারা।

কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজিউর রহমান, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শাহ্ আলম, উদীচী জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম ও কবি রেশমা আক্তার হাসি।

বাংলা কবিতা, গবেষণা ও সৃজনশীল সাহিত্য রচনা, কথা সাহিত্য, সংগীত, বাচিক শিল্পকলা, প্রকাশনা ও ছোট কাগজ সম্পাদনা, মানবিক সাংগঠনিক দক্ষতা এবং সাংবাদিকতাসহ মোট ৮ ক্যাটগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন শ্রেষ্ঠ নগর পিতা, মোস্তফা মোহাম্মদ গবেষণা ও সৃজনশীল সাহিত্য রচনায়, কবি রেজাউদ্দন স্টালিন, কবি অধ্যাপক সেখ বেনজীর আহমেদ, কবি সিদ্ধেশ^র মজুমদার, কবি হাসিদা মুন, কবি মশিউর রহমান সেন্টু ও কবি আকমল হোসেন খোকন কবিতায়, সনোজ কুন্ডু কথাসাহিত্য ও সাহিত্য কথায়, মনিরুল মনির প্রকাশনা ও ছোট কাগজ সম্পাদনায়, কবিতা সোনালী (কলকাতা) বাচিক শিল্পকলায়, রাখাল কৃষ্ণ ঠাকুর ও গোপাল কৃষ্ণ মন্ডল সংগীতের শুদ্ধতায়, প্রথম আলো বন্ধুসভা ও ছায়াবিথী বৃক্ষপ্রেমী সোসাইটি বাংলাদেশ মানবিক সাংগঠনিক দক্ষতায়, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না ও যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর সাংবাদিকতায়।

এছাড়া, সঙ্গীত শিল্পী নাজমা মান্নান, বাচিক শিল্পী মাহানূর জাবীন শর্মী ও প্রকাশনার নিষ্ঠতায় মাহবুবা লাকিকে সংবর্ধনা পুরস্কার এবং অনুষ্ঠানের প্রধান অতিথি কবি আসাদ মান্নানকে কাশবন সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সম্মননা স্মারক পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST