1. shahajahanbabu@gmail.com : admin :
ইউরো কাপে ‘গ্রুপ অব ডেথে’ চ্যাম্পিয়ন ইতালি - Pundro TV
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন



ইউরো কাপে ‘গ্রুপ অব ডেথে’ চ্যাম্পিয়ন ইতালি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

আগামী বছরের ১৪ জুন থেকে ১৪ জুলাই জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের পর ফের আরেকটি বড় প্রতিযোগিতার আয়োজক হলো তারা। জার্মানির ১০টি শহরে হবে ইউরো কাপ।

১৪ জুন অ্যালিয়াঞ্জ অ্যারেনায় জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে ইউরো কাপ। ১৪ জুলাই হবে ফাইনাল। গতকাল শনিবার রাতে জার্মানির হামবুর্গে হয়ে গেল টুর্নামেন্টের ড্র।

আসন্ন আসরে ‘গ্রুপ অফ ডেথে’ পড়েছে ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। তাদের শিরোপা ধরে রাখাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। বি-গ্রুপে ইতালির সঙ্গে আছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।

ইউরো কাপের স্বাগতিক জার্মানি পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গে আছে স্কটল্যান্ড, সুইজারল্যান্ড ও হাঙ্গেরি। ‘এফ’ গ্রুপে পড়েছে ক্রিশ্চিয়ানো রোানলদোদের পর্তুগাল। তাদের সঙ্গে আছে- তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও প্লে-অফ ‘সি’ বিজয়ী দল।

ইউরো কাপে কে কোন গ্রুপে-

গ্রুপ এ- জার্মানি, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড ও হাঙ্গেরি

গ্রুপ বি- স্পেন, ইতালি ক্রোয়েশিয়া ও আলবানিয়া

গ্রুপ সি- ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়া

গ্রুপ ডি- ফ্রান্স, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও প্লে অফ জয়ী ‘এ’

গ্রুপ ই- বেলজিয়াম, রোমানিয়া, স্লোভাকিয়া ও প্লে অফ জয়ী ‘বি’

গ্রুপ এফ- পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও প্লে অফ জয়ী ‘সি’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST