বগুড়ায় জুয়া খেলার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৯ জুলাই) সদর উপজেলার ভবের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সন্ধ্যার পরে ওই এলাকায় জুয়ার আসর বসায় অভিযুক্তরা। খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ছয়টি মুঠোফোন, ১১টি সিম ও নগদ ২২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।