1. shahajahanbabu@gmail.com : admin :
খুঁজে পাওয়া যাচ্ছিল না নিউইয়র্ক টাইমস, বিবিসি, দ্য গার্ডিয়ানের সাইট - Pundro TV
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন



খুঁজে পাওয়া যাচ্ছিল না নিউইয়র্ক টাইমস, বিবিসি, দ্য গার্ডিয়ানের সাইট

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১

বিশ্বের বিভিন্ন দেশের প্রথম সারির আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইট পরিষেবা হঠাৎই ভেঙে পড়েছিল। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টার কিছু পরে হঠাৎ করে এই বিপর্যয় দেখা দিলেও অল্প কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে যায় সাইটগুলো।

জানা গেছে, বিকল হয়ে যাওয়ার এই সাইটগুলোর তালিকায় রয়েছে- মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, ফিন্যান্সিয়াল টাইমস, দ্য ইনডিপেন্ডেন্ট এবং দ্য গার্ডিয়ানের মত বিশ্বের জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট।

এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রেড্ডিট, অ্যামাজন, টুইচসহ বিশ্বের প্রথম সারির গণমাধ্যমের ওয়েবসাইটগুলো হঠাৎ বিকল হয়ে গেছে। এসব ওয়েবসাইটে ঢুকতে গেলেই হোমপেইজে ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখায়।

প্রসঙ্গত, এই প্রতিবেদন লেখার কিছু সময় আগেও (বিকেল ৪টা ৪০ মিনিট) ওয়েবসাইটগুলো খুলতে গেলেই ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখা গেছে।

এ বিষয়ে বিবিসি বলছে, ব্রিটিশ সরকারের ওয়েবসাইট গভ ডট ইউকে-ও ডাউন হয়েছে। প্রাথমিকভাবে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান ফাস্টলির সঙ্গে ওয়েবসাইট বিপর্যয়ের এই ঘটনা সংশ্লিষ্ট বলে জানা যাচ্ছে। বিশ্বের প্রধান সারির অসংখ্য ওয়েবসাইটের ‌‘ব্যাক এন্ড’ সেবা দিয়ে থাকে ফাস্টলি।

অন্যদিকে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান ফাস্টলি বলছে, তাদের বৈশ্বিক কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কের (সিডিএন) সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST