বগুড়ায় এক স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে রাসেল নামের এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাত আড়াইটায় ধুনট উপজেলার হাসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। রাসেল ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বুধবার দুপুর সোয়া ১২টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান।
তিনি বলেন, গত ১৪ নভেম্বর ওই স্কুল ছাত্রীর গোসলের দৃশ্য রাসেল গোপনে ভিডিওধারন করেন। পরে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল এর চেষ্টার পর ওই ভিডিওটি সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়া হয়। এরপর ২৭ নভেম্বর স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এছাড়া র্যাব-১২ ক্যাম্পে একটি অভিযোগ দেন। অভিযোগের পর র্যাব রাসেলকে ধরতে অভিযান শুরু করে। পরে গতরাত আড়াইটায় তাকে আটক করা হয়।
কমান্ডার তৌহিদুল মবিন খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।