1. shahajahanbabu@gmail.com : admin :
সাকিব চাইলে তাকে দলে নেয়া হবে: পাপন - Pundro TV
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন



সাকিব চাইলে তাকে দলে নেয়া হবে: পাপন

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ মে, ২০২২

শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পায় বাংলাদেশ দল। করোনা ধরা পড়ে সাকিব আল হাসানের। তবে টাইগার সমর্থকদের জন্য সুসংবাদ হল সুস্থ হয়ে উঠেছেন সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব চট্টগ্রাম টেস্ট খেলবেন কি না সেটা তার উপরই নির্ভর করছে।

আজ চট্টগ্রাম সফরে যান বিসিবি সভাপতি পাপন। সেখানে বাংলাদেশ দলের সঙ্গে দেখা করেন এবং টিম ম্যানেজম্যান্টের সঙ্গে ম্যাচ নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব প্রসঙ্গে কথা বলেন পাপন।
বিসিবি বস বলেন, ‘সাকিব গতকাল রাতে করোনা নেগেটিভ হওয়ার কথা জানায়। আমি তাকে পুনরায় বিসিবির অধীনে টেস্ট করাতে বলি। আজ এখানে এসে জানতে পারলাম সে নেগেটিভ।’

অসুস্থতার কারণে খেলার বাইরে রয়েছেন সাকিব। পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিসিবির মেডিকেল টিম। পাপন বলেন, ‘ওর সঙ্গে কথা হয়েছিল, নেগেটিভ হলে সে চট্টগ্রামে আসবে

 

বড় ব্যাপার হলো, সে অনুশীলন ও খেলার বাইরে। শারীরিকভাবে ভালো বোধ করলেও বিষয়টি স্বাস্থ্য সংক্রান্ত। মেডিকেল টিম এবং ফিটনেস ট্রেইনাররা তাকে পর্যবেক্ষণ করবেন।’

 

আজ সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের ফ্লাইটে উঠবেন সাকিব। ১৫ই মে প্রথম ম্যাচ হওয়ায় অনুশীলনের জন্য মাত্র এক দিন পাচ্ছেন সাকিব। পাপন বলেন, ‘সে শুধু কালকে অনুশীলন করার সুযোগ পাবে। শুনেছি সন্ধ্যা ৭টার ফ্লাইটে সে এখানে আসবে।’

পাপনের মতে, কোভিড থেকে সুস্থ হয়ে পাঁচ দিনের টেস্ট খেলাটা কঠিন। তবে সীমিত ওভারের ম্যাচ হলে সাকিবকে খেলার অনুমতি দিতে সমস্যা ছিল না বিসিবির। পাপন বলেন, ‘হয়তো সে খেলতে পারে, নাও খেলতে পারে। এটা বলা মুশকিল। নির্ভর করছে ওর ফিজিক্যাল কন্ডিশনের উপর। কোভিড থেকে রিকভার করে টেস্ট খেলাটা ভিন্ন। টি-টোয়েন্টি বা ওয়ানডে হলে তাকে বলতাম খেলো। কিন্তু এটা পাঁচদিনের খেলা। এটা যেনো তার জন্য ক্ষতির কারণ না হয় সেদিকে আমরা খেয়াল রাখব। ’

পাপন বলেন, ‘তবে সাকিব যদি খেলতে চায় অবশ্যই তাকে দলে নেব। সাকিবের ইচ্ছার উপর নির্ভর করছে। অনুশীলন করে যদি তার মনে হয় সে খেলতে পারবে এবং এরপর যদি মেডিকেল টিম তাকে ক্লেয়ারেন্স দিয়ে দেয় সে অবশ্যই খেলবে। আমাদের কোনো সমস্যা নেই।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST