আজীবন কারাগারেই কাটাতে হবে ‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত সাবেক সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচকে।
গণহত্যার দায়ে তার বিরুদ্ধে জাতিসংঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখার এই আদেশ দেন বলে জানিয়েছে বিবিসি।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল রেসিডুয়্যাল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালের পাঁচ বিচারকের এই চূড়ান্ত রায়ের ফলে রাতকো ম্লাদিচ আর আপিল করতে পারবেন না।
বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধে গণহত্যার মূল হোতা ম্লাদিচ। ওই ঘটনায় বসনিয়ার স্রেব্রেনিৎসায় সার্ব বাহিনী প্রায় আট হাজারের মতো মুসলিম নারী-পুরুষ ও শিশু হত্যা করে।
১৯৯৫ সালে গণহত্যা চালানোর অভিযোগ ওঠার পর থেকে পালিয়ে থাকা ম্লাদিচকে ২০১১ সালের মে মাসে সার্বিয়ার উত্তরাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৭ সালে জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনাল ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিল করেন তা আইনজীবীরা।