1. shahajahanbabu@gmail.com : admin :
স্বামীকে কিনলে আকর্ষণীয় উপহার দেয়ার ঘোষণা স্ত্রীর - Pundro TV
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন



স্বামীকে কিনলে আকর্ষণীয় উপহার দেয়ার ঘোষণা স্ত্রীর

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

স্বামী সময় না দেয়ায় দাম্পত্য জীবন নিয়ে বিরক্ত স্ত্রী। আর তাই রাগে স্বামীকে বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে। দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ডে এ ঘটনা ঘটেছে। বিজ্ঞাপনের শিরোনামে ওই স্ত্রী লিখেছেন, ‘হাজব্যান্ড ফর সেল’। এতে ঝামেলায় পড়েছেন খোদ তিনি নিজেই। তাকে নিয়ে ট্রলে মেতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

ব্রিটিশ ট্যবলয়েড মিরর অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, লিন্ডা ম্যাকঅ্যালিজার নামের এক নারী এ বিজ্ঞাপন দিয়েছেন। সেই সাথে বিজ্ঞাপনটি পড়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানান ওই স্ত্রী। স্বামীকে কিনলে আকর্ষণীয় উপহার দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
লিন্ডা জানান, ২০১৯ সালে আয়ারল্যান্ডের নাগরিক জন ম্যাকঅ্যালিজারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসারে সন্তানও রয়েছে।

তার স্বামী পেশায় কৃষক। সংসার বেশ স্বচ্ছল। তবু দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে। লিন্ডা আরও জানান, স্বামী তাকে একদমই সময় দেন না। ঘন ঘন বাইরে ঘুরতে যান তিনি। এমনকি বাচ্চার খেয়ালও রাখেন না। তাই এ সিদ্ধান্ত নিয়েছেন।

ওই স্ত্রী জানান, বর্তমানে ম্যাকঅ্যালিজারের সাথে থাকেন না তিনি। ফলে তাকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। বিজ্ঞাপনে স্বামীর ছবি, বয়স, উচ্চতা, গায়ের রং, পেশা, ভ্রমণপিপাসা উল্লেখ করেছেন লিন্ডা। স্বামীকে কিনলে আকর্ষণীয় উপহার দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

https://www.facebook.com/watch?v=1645070752499740

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST