মাধব বাঁকা গ্রামের খাজের আলী পাঁচ বিঘা জমিতে এবার ইরি ধান চাষ করেছেন তিনি। আবহাওয়ার প্রতিকূল অবস্থার কারণে ইরি ধানের ফলন একটু কম হয়েছে। দাম মোটামুটি ভালো থাকায় বিপাকে পড়তে হচ্ছে না বলে জানান এই কৃষক। আবহাওয়ার ভালো থাকলে আগামী সপ্তাহের মধ্যে জমির সব ধান ঘরে তোলার আশাও ব্যক্ত করেন।
হাট গাড়ি গ্রামের কৃষক আতিউর রহমান বলেন’ এবার ইরি ধানের ফলন একটু কম, তবে দাম মোটামুটি ভালো থাকায় তারা খুবই খুশি। গত বছর বিঘা প্রতি জমিতে পঁচিশ মত ধান হয়েছিল। যা এবার বিঘাতে বিশ মনের মতো। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন চলতি মৌসুমে কাহালু উপজেলার ইরি ধানের ফলন হয়েছে অন্যান্য বছরের তুলনায় একটু কম। পোকা মাকড়ের প্রভাব প্রতিকূল আবহাওয়া এর অন্যতম কারণ। দাম মোটামুটি ভালো। কমর্রত ফিল্ড অফিসার, সুপারভাইজারগণ কৃষকদের সার্বিক পরামর্শ ও দিয়েছেন শ্রমিক সংকট নেই। তাছাড়া উপজেলায় মেশিন দিয়ে ধান কাটাও চলমান রয়েছে।