1. shahajahanbabu@gmail.com : admin :
কাহালুতে শুরু হয়েছে ধানকাটা মাড়াইয়ের মহোৎসব - Pundro TV
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন



কাহালুতে শুরু হয়েছে ধানকাটা মাড়াইয়ের মহোৎসব

রানী সরকার কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ 
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ মে, ২০২৫
শস্যভাণ্ডার সম্ভার কাহালুর গ্রাম অঞ্চলে শুরু হয়েছে চলতি মৌসুমের ইরি ধান কাটা ও মাড়াইয়ের কাজ। প্রতিটি ফসলের মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্নে ছেয়ে গেছে। মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট গ্রামে দেখা যায় কৃষকরা প্রচণ্ড তাপদাহের মধ্যে কাটছেন সোনালী ফসল। চলতি বছর আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতির অবনতির কারণে কৃষকদের ফলন একটু কম হয়েছে। কিন্তু ভালো দাম পাওয়াই খুশি তারা। ধানকাটা ও মাড়াইয়ের উৎসবকে ঘিরে একদিকে যেমন চলছে ধান কাটার শ্রমিক সংগ্রহ। অন্যদিকে খোলা পরিষ্কার ও মাড়াইয়ের যন্ত্র মেরামতসহ জমি থেকে ধান কেটে ঘরে তোলার নানা প্রস্তুতি। বসে নেই কৃষক পরিবারের সদস্যরাও, ধান মাড়াইয়ের পর ঘরে তুলার আগে জাত করতে ব্যস্ত সময় পার করছেন তারাও।
মাধব বাঁকা গ্রামের খাজের আলী পাঁচ বিঘা জমিতে এবার ইরি ধান চাষ করেছেন তিনি। আবহাওয়ার প্রতিকূল অবস্থার কারণে ইরি ধানের ফলন একটু কম হয়েছে। দাম মোটামুটি ভালো থাকায় বিপাকে পড়তে হচ্ছে না বলে জানান এই কৃষক। আবহাওয়ার ভালো থাকলে আগামী সপ্তাহের মধ্যে জমির সব ধান ঘরে তোলার আশাও ব্যক্ত করেন।
 হাট গাড়ি গ্রামের কৃষক আতিউর রহমান বলেন’ এবার ইরি ধানের ফলন একটু কম, তবে দাম মোটামুটি ভালো থাকায় তারা খুবই খুশি। গত বছর বিঘা প্রতি জমিতে পঁচিশ মত ধান হয়েছিল। যা এবার বিঘাতে বিশ মনের মতো। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন চলতি মৌসুমে কাহালু উপজেলার ইরি ধানের ফলন হয়েছে অন্যান্য বছরের তুলনায় একটু কম। পোকা মাকড়ের প্রভাব প্রতিকূল আবহাওয়া এর অন্যতম কারণ। দাম মোটামুটি ভালো। কমর্রত ফিল্ড অফিসার, সুপারভাইজারগণ কৃষকদের সার্বিক পরামর্শ ও দিয়েছেন শ্রমিক সংকট নেই। তাছাড়া উপজেলায় মেশিন দিয়ে ধান কাটাও চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST