1. shahajahanbabu@gmail.com : admin :
গরমে ঘুরে আসুন এই ৩ জায়গা - Pundro TV
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন



গরমে ঘুরে আসুন এই ৩ জায়গা

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ মে, ২০২৫

প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এই গরমে অবকাশ যাপন করতে চাইলে যেতে পারেন ভারতের গোয়া, বিজনবাড়ি ও মহাবালেশ্বর।

গোয়া

ঝিরিঝিরি বৃষ্টিতে সমুদ্রের পাড়ে হাঁটতে চাইলে, কোনও কিছু না ভেবে সোজা চলে যান গোয়ায়। হানিমুন স্পট হিসেবে গোয়া সব সময়ই জনপ্রিয়। সেখানে রয়েছে নারকেল গাছের সারি, সমুদ্রের ঢেউ, নোনাবালি, শৌখিন স্পা থেকে মনোরম আবহাওয়া।

বিজনবাড়ি

ঘুরে আসার জন্য বিজনবাড়ি অন্যতম সেরা জায়গা। এখানে কাঠের ঝোলানো বারান্দায় দাঁড়িয়ে যত দূর চোখ যাবে, দেখা যাবে পাহাড়ি নদীর অবিরাম বয়ে চলা। সেই সঙ্গে পাখির কুজন। চারিদিক সবুজের হাতছানি। নির্জন, নিশ্চুপ, শান্ত জায়গায় নব দাম্পত্যের এর চেয়ে ভালো উদযাপন আর হতে পারে না। এখানকার সিংহভাগ হোম স্টে একেবারে নদীর ধারে। নদীর পানিস্রোত আর ঘন সবুজ পাহাড় মধুর করে তুলবে।

মহাবালেশ্বর

যেতে পারেন মহাবালেশ্বরেও। চারিদিক তাকালে মনে হবে যেন ঘন সবুজ চাদর বিছিয়ে দিয়েছে। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে, ঝিরিঝিরি বৃষ্টিতে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার জন্য এই শৈল শহর সত্যিই পারফেক্ট। স্ট্রবেরি বাগানে ঘোরা থেকে ভিনা হ্রদে নৌকাভ্রমণ সত্যিই দারুণ মুহূর্ত হবে। মহাবালেশ্বর থেকে ঘুরে নেওয়া যায় প্রতাপগড়, এলিফ্যান্ট নোজ পয়েন্ট, পঞ্চগনির মতো জায়গা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST