বলিউডের কিংবদন্তি গীতিকার ও চিত্রনাট্যকার অভিনেতা জাভেদ আখতার। চলচ্চিত্র জগতের প্রথম সারির তারকাদের বিরুদ্ধেও স্পষ্ট মতামত তো তোলেনই, দেশের রাজনীতি বা প্রশাসনের বিরোধিতা করতেও ভাবেন না। কেন ভারত সরকারের বিরুদ্ধে বলিউডের বড় তারকারা নীরব রয়েছেন, তা নিয়ে এবার মন্তব্য করলেন এই শিল্পী।
এক সাক্ষাৎকারে জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়েছিল,‘ফিল্ম ইন্ডাস্ট্রি কেন সরকারের বিরুদ্ধে কিছু বলে না? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতার বলেন, ‘বড় শিল্পপতিরা কি সরকারের বিরুদ্ধে কথা বলেন?’
জাভেদ বলেন, ‘একটি ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের ভিন্নমত থাকাই স্বাভাবিক।