পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাচেলর অব মেডিসিন ও ব্যাচেলর অব সার্জারিতে (এমবিবিএস) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে এই সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরবর্তী সভার সিদ্ধান্ত আসার সময় পর্যন্ত তাদের ভর্তি স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।