1. shahajahanbabu@gmail.com : admin :
পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর দেখা মিলল লন্ডনে - Pundro TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন



পালিয়ে যাওয়া সাবেক ৪ এমপি-মন্ত্রীর দেখা মিলল লন্ডনে

নিউজ ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্টের আগে ও পরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এবং এমপি-মন্ত্রীরাও পালিয়ে যান। তবে সবার তথ্য পাওয়া যাচ্ছিল না।

এবার প্রকাশ্যে দেখা গেছে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক চার এমপি-মন্ত্রীকে।তারা হলেন- সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান।

জানা যায়, গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত এক কর্মী সভায় যোগ দেন তারা। লন্ডনে সাবেক চার এমপি-মন্ত্রীর উপস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে এই চার এমপি-মন্ত্রী ছাড়াও যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্যও দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST