1. shahajahanbabu@gmail.com : admin :
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ - Pundro TV
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন



শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

নিউজ ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪০তম বিসিএসের ২৫ জন এএসপিকে শোকজ করেছে সারদা পুলিশ একাডেমি কর্তৃপক্ষ।

রোববার (১৫ ডিসেম্বর) একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন স্বাক্ষরিত এক আদেশে তাদের ব্যাখ্যা তলব করা হয়।

আদেশে বলা হয়, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর বিকেলে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। দৌড়ানোর কথা বলা হলেও ২৫ জন তাতে কর্ণপাত না করে কটূক্তিমূলক কথা বলেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া তারা অন্যদের শৃঙ্খলাভঙ্গে উৎসাহিত করে।

আরও বলা হয়, আপনার এ ধরনের কার্যকলাপ ও আচরণ কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা এবং শৃঙ্খলার পরিপন্থী, যা অসদাচারণের শামিল। আপনার এহেন কার্যকলাপ ও আচরণের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না তার কারণ ব্যাখ্যাপূর্বক নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত বক্তব্য দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ বিষয়ে জানতে পুলিশ একাডেমির প্রিন্সিপাল এডিশনাল আইজিপি মাসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST