জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তাকিয়া তাসনিম নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের তারামন বিবি হলে নিজ কক্ষে আত্মহত্যা করেন তিনি।
তাকিয়া বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। তিনি তারামন বিবি হলের সপ্তম তলার ৭০০৫ নম্বর কক্ষে থাকতেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক হলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকিয়াকে মৃত ঘোষণা করেন।