1. shahajahanbabu@gmail.com : admin :
প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা - Pundro TV
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন



প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তাকিয়া তাসনিম নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের তারামন বিবি হলে নিজ কক্ষে আত্মহত্যা করেন তিনি।

তাকিয়া বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। তিনি তারামন বিবি হলের সপ্তম তলার ৭০০৫ নম্বর কক্ষে থাকতেন।

তাকিয়ার সহপাঠীদের বরাতে জানা গেছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন তাকিয়া। তৎক্ষণাৎ প্রেমিক সাব্বির মেয়েটির বান্ধবীদের ফোন করে বিষয়টি জানান।বান্ধবীরা গিয়ে তাকিয়ার কক্ষের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। এ সময় তারা দরজা ভাঙতেও চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।পরবর্তীতে দরজা ভাঙতে পারলেও তাকিয়াকে জীবিত উদ্ধার করা যায়নি; বরং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক হলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকিয়াকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST