1. shahajahanbabu@gmail.com : admin :
ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা - Pundro TV
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন



ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। এই কট্টর ডানপন্থী নেতা স্পিকারে আজান দেয়া হলে সেখানে সরাসরি পুলিশকে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ বেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করার অনুমতিও দিয়েছেন উগ্রপন্থী ইতামার বেন গিভির।

এক্সে করা একটি পোস্টে এই মন্ত্রী বলেছেন, “তিনি নীতিটি চালু করতে ‘গর্বিত’। এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।”

তবে ইসরায়েলি বিরোধী দলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, ‘বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। অশান্তি সৃষ্টি না করা পর্যন্ত বেন গিভির থামবেন না।’

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ‘বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন।’ তিনি সতর্কতা দিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।’

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST