1. shahajahanbabu@gmail.com : admin :
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৫ ডিগ্রিতে - Pundro TV
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৯:১১ অপরাহ্ন



পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.৫ ডিগ্রিতে

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। সেই সঙ্গে এই জেলার পথঘাট ও প্রকৃতি ঢাকা পড়েছে কুয়াশায়। গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে ১৩ ডিগ্রি থেকে ১৬ ‍ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। আজ সোমবার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে। এ ছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ জেলার উপজেলার হাসপাতালে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুয়াশা ও শীতের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোও বিপাকে পড়েছেন। তারা সময়মতো কাজে যেতে পারছেন না।

পঞ্চগড় তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল ঠাণ্ডা বাতাসের কারণে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের চেয়ে কম হয়ে থাকে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিকে ঠাণ্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST