1. shahajahanbabu@gmail.com : admin :
জয়ের আশায় গোলের খোঁজ বাংলাদেশের - Pundro TV
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:১০ অপরাহ্ন



জয়ের আশায় গোলের খোঁজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বরাবরই সমীহ করেন মালদ্বীপের ফরোয়ার্ড লাইনকে। মোহাম্মদ হামজা, আলি ফাসির, নাইজ হাসানকে নিয়ে দ্বীপ দেশটির ফরোয়ার্ড লাইন আসলেই প্রতিপক্ষের ডিফেন্সে আতঙ্ক ছড়ানোর মতো। অ্যাটাকিং থার্ডে তাঁদের স্কিল, অভিজ্ঞতাও সব সময়ই অস্বস্তির।

প্রথম ম্যাচে বাংলাদেশ যত সুযোগ পেয়েছে, তত মালদ্বীপ পেলে নিশ্চয়ই বাংলাদেশের জালে আরো বল ঢুকত।

দলটির কোচ আলি সুজেইন ততটা উচ্চাশা অবশ্য করেন না, বাংলাদেশের ফরোয়ার্ডদেরও ততটা পিছিয়ে রাখতে তিনি রাজি নন, ‘আমার মতে হামজা, ফাসির, রাকিব, মোরসালিনে খুব একটা পার্থক্য নেই। রাকিব তো যথেষ্টই বিপজ্জনক খেলোয়াড়। গতি দিয়ে যেকোনো ডিফেন্স লাইন ও ভেঙে ফেলতে পারবে। আমার মনে হয় সেই দিনটা ওদের ছিল না।
দ্বিতীয় ম্যাচে ওরাই হয়তো আবার সুযোগ কাজে লাগিয়ে ঠিক গোল করবে।’ প্রথম ম্যাচের হতাশা কাটাতে প্রতিপক্ষ কোচের এমন মন্তব্য অনুপ্রেরণা হিসেবেই নিতে পারেন রাকিব, মোরসালিনরা। গতকাল দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে এসে হাভিয়ের কাবরেরাও বলেছেন, ১-০ গোলে প্রথম ম্যাচটা হারের পর খেলোয়াড়দের মনোবল চাঙ্গা করতেও বাড়তি কাজ করতে হয়েছে তাঁকে। ম্যাচের পরদিন দলের তাই কোনো অনুশীলনই রাখেননি।

হোটেলেই শরীর ও মনের ‘রিকভারি সেশন’ হয়েছে। সেটা যে কাজে দিয়েছে, কাবরেরা তা-ও বলেছেন। যেটি আসলে না বললেও হতো। বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে বাংলাদেশ দলকে যথেষ্ট ফুরফুরেই লেগেছে দ্বিতীয় ম্যাচের আগে।
কাবরেরার ফর্মুলা পরিষ্কার, ‘প্রথম ম্যাচে আমরা সুযোগ তৈরি করেছি।

ক্রস করার মতো ভালো জায়গায় গেছে আমাদের ফুটবলাররা, আর ওই সময় বক্সে খেলোয়াড় বাড়িয়ে রাখা দরকার ছিল, সেটাও হয়েছে। তার পরও কেন যে গোল হলো না, এই ব্যাখ্যা আমার কাছে নেই। দ্বিতীয় ম্যাচেও এই চেষ্টাটা আমরা চালিয়ে যাব। বিশ্বাস করি এদিন একটা হলেও গোল আমরা পেয়ে যাব।’ দিনটা বাংলাদেশের খেলোয়াড়দের হলে সেটি হতেই পারে। তবে যে একই প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথা বলেছেন কাবরেরা, বিকল্প আরো কোনো কিছু চেষ্টা না করলে ফল মেলার সম্ভাবনাও আবার কমবে।

ডিফেন্স লাইনের দুর্বলতা ঢাকতে তিনি কী করবেন? ডিফেন্স থেকে মিডফিল্ড আর মিডফিল্ডের সঙ্গে ফরোয়ার্ড লাইন আগের ম্যাচে একই তালে খেলতে পেরেছে বলে কখনোই মনে হয়নি। বাংলাদেশের আক্রমণের ধরনই ছিল শুধু দুই উইংয়ে বল দেওয়া। তাতে গোলের ফাঁকফোকর তৈরি হয়েছে ঠিক। আর কাবরেরা তাতেই ভরসা করে আছেন। উইং নির্ভর খেলায় মাঝখানে থাকা শেখ মোরসালিনকে পাওয়া যায়নি পুরোপুরি। মালদ্বীপও প্রথম ম্যাচে ছিল স্লথ। ফরোয়ার্ড লাইনে যেকোনোভাবে বল ফেলাই ছিল তাঁদের মূল লক্ষ্য। প্রথম ম্যাচ জয়ের অনুপ্রেরণায় হামজারাও নিশ্চয়ই আজ আরো গতিশীল থাকবেন।

আর প্রথম ম্যাচের হতাশা ভুলে কিংস অ্যারেনায় আসা স্বাগতিক দর্শকরা দেখতে চাইবে গোলপোস্টে রাকিব, ফয়সালদের ঠিকঠাক শট। সিনিয়র খেলোয়াড় সোহেল রানা বলেছেন, ‘আমরা ঘুরে দাঁড়াব। এ ছাড়া কোনো বিকল্প নেই।’ সমর্থকদের মুখে হাসি ফোটাতে জয়েরও যেমন বিকল্প নেই। আজ সেই জয়ের খোঁজে বাংলাদেশ, আদতে আসলে গোলের খোঁজে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST