গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের ম্যাকাবি তেল আবিব এবং ডাচ দল অ্যাজাক্সের মধ্যে ‘ইউরোপা লিগ সকার’ খেলার পর একাধিক সহিংস ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের ম্যাকাবি তেল আবিব এবং ডাচ দল অ্যাজাক্সের মধ্যে ‘ইউরোপা লিগ সকার’ খেলার পর একাধিক সহিংস ঘটনা ঘটে।
ইসরায়েলি এবং ডাচ নেতারা ‘অ্যান্টসেমিটিক’ সহিংসতার নিন্দা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ম্যাকাবি সমর্থকদের গাজায় ইসরায়েলি হামলার প্রশংসা এবং আরবদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেলে বৃহস্পতিবার রাতের ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে। তবে সেই ভিডিওগুলোও কখন ধারণ করা হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইসরায়েলি ক্ষতিগ্রস্তদের জন্য আমার হৃদয় ব্যথিত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা।’
এ ঘটনার পর ডাচ প্রধানমন্ত্রী ডিক শুফ বুদাপেস্টে ইইউ নেতাদের একটি শীর্ষ সম্মেলন থেকে তাড়াতাড়ি ফিরে আসেন। এরপর তিনি জানান,
অপরাধীদের খুঁজে বের করে বিচার করা হবে। গত বৃহস্পতিবার রাতের এই সহিংসতার নিন্দা করেছে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্টের সময় নেদারল্যান্ডসের তিন-চতুর্থাংশ ইহুদি লোককে হত্যা করা হয়েছিল।
প্রধানমন্ত্রী ডিক শুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ এক পোস্টে লিখেছেন, ইসরায়েলি নাগরিকদের ওপর ইহুদিবিদ্বেষী হামলার ঘটনায় তিনি ভীত। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এরই মধ্যে শুফ নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন।
এদিকে হামলাকে ‘প্রচণ্ড সংঘাতময় ঘটনা’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আক্রান্ত ইসরায়েলি ফুটবল সমর্থকদের ফিরিয়ে আনতে নেদারল্যান্ডসে দুটি বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নেদারল্যান্ডসে ইহুদিবিদ্বেষ বেড়েছে। স্থানীয় অনেক ইহুদি সংগঠন ও স্কুল হুমকি ও ঘৃণামূলক চিঠি পাওয়ারও অভিযোগ করেছেন।