1. shahajahanbabu@gmail.com : admin :
নতুন কর্মসূচি দিয়ে সায়েন্স ল্যাব মোড় ছাড়লেন শিক্ষার্থীরা - Pundro TV
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন



নতুন কর্মসূচি দিয়ে সায়েন্স ল্যাব মোড় ছাড়লেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীর গুরুত্বপূর্ণ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা আগামীকাল বুধবার আবারও অবরোধের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় এ ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব মোড় ছাড়েন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে।

সেই কমিশন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।এর আগে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রায় ৫ ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

এতে রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেতসহ মিরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ যায়। রাজধানীজুড়েই দেখা দিয়েছে তীব্র যানজট। 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST